মেয়ের অনুমতি না নিয়ে জোর করে বিয়ে দেওয়ার ঘটনায় যুক্তরাজ্যে বাংলাদেশি এক দম্পতিকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের আদালত।
বিবিসি এক প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, চাচাতো ভাইকে বিয়ে করতে চাপ দেওয়ায় আগামী ১৮ জুন তাঁদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার বিচারক বলেছেন, তাঁরা সেদিন তাৎক্ষণিক কারাবাসের প্রস্তুতি নিতে পারেন।
আইনগত কারণে ওই বাবা-মা এবং মেয়ের নাম প্রকাশ করা হয়নি।
লিডস ক্রাউন আদালতের বিচারক বাবা-মায়ের বিরুদ্ধে সহিংস ব্যবহার, হুমকি দেওয়া ও মেয়েকে বিয়ে করতে জোর করার অভিযোগের প্রমাণ পেয়েছেন বলেও উল্লেখ্য করা হয় ওই প্রতিবেদনে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মিশেল কোলব্রোন আদালতকে বলেন, ঘটনার শিকার মেয়েটিকে আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও ঈদ পালনের জন্য ছুটি কাটানোর কথা বলে ২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশে নিয়ে আসেন বাবা-মা। তার এক সপ্তাহের মধ্যেই মেয়েটিকে তাঁর চাচাতো ভাইয়ের সঙ্গে জোর করে বিয়ের দেওয়ার পরিকল্পনা করেন বাবা-মা।
বিয়ের কয়েক দিন আগে নিজের ছোট বোনের সহায়তায় ঢাকায় ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে যোগাযোগ করতে সক্ষম হন সেই মেয়েটি। পরে হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন।
আরজেড/