জীবনে বাবা-মা হওয়া একটি আনন্দের ঘটনা এবং মুহূর্তটি উদযাপন করার জন্য দম্পতি, পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন আয়োজন করে থাকেন। ভারতের এমনই একটি পরিবার ১ লাখ রুপি খরচ করে হেলিকপ্টারে চড়িয়ে নবজাতককে বাড়িতে এনে তাদের আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রেখেছে।
পুনের শেলগাঁওয়ের পরিবারটি তাদের নবজাতক কন্যাসন্তানকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে এসে তাকে অভ্যর্থনা জানিয়েছে। নবজাতকটি পরিবারের প্রথম কন্যাসন্তান হওয়ায় এই দুর্দান্ত আয়োজন করা হয়।
নবজাতকের বাবা বিশাল জারেকার সংবাদমাধ্যম এএনআইকে বলেন, আমাদের পুরো পরিবারে কোনো মেয়েসন্তান ছিল না। তাই আমাদের মেয়ের বাড়ি ফেরাকে বিশেষ করে তুলতে আমরা ১ লাখ রুপি মূল্যের একটি হেলিকপ্টার রাইডের ব্যবস্থা করেছি।
চমকপ্রদভাবে কন্যাসন্তানের জন্ম উদযাপনের ভিডিও টুইটারে শেয়ার করা হলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ওই দম্পতির প্রশংসা করছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান