বাংলাদেশের বেসরকারী ব্যাংক সমূহের শীর্ষ সংগঠন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান হিসেবে পরবর্তী মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। আজ (২৭ ফেব্রুয়ারি ২০১৯) গুলশানে বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের ১৯৬তম নির্বাহী কমিটির সভায় উপস্থিত সকল সদস্য স্বতস্ফূর্তভাবে মোঃ নজরুল ইসলাম মজুমদারকে চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত করেন। একই সাথে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বিএবি’র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।