মোগাদিশুতে সমুদ্র সৈকতে হামলায় ৭ জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এলাকায় আত্মঘাতী এক বোমা হামলাকারী এবং বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে। খবর এএফপি’র।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওমর এএফপিকে বলেন, শুক্রবার গভীর রাতে ব্যস্ত লিডো সমুদ্র সৈকত এলাকায় হামলার পর ‘আমি সমুদ্র সৈকতে সাতটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।’
তিনি আরো বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে পাল্টা অভিযান চালিয়ে আল-কায়েদার সাথে জড়িত আল-শাবাব জিহাদি গ্রুপের পাঁচ সদস্যকে হত্যা করে। (বাসস ডেস্ক)