মোগাদিশুর গাড়ি বোমা বিস্ফোরণে ৭৬ জনের প্রাণহানি

মোগাদিশুর দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বিশাল গাড়ি বোমা বিস্ফোরিত হলে অন্তত ৭৬ জন নিহত এবং আরও বহু লোক আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কোন কোন কর্মকর্তা বলছেন এ সংখ্যা নব্বই ছাড়িয়ে যেতে পারে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন আফগোয়ে শহর থেকে মোগাদিশুতে প্রবেশ ও নির্গমন পথের মোড়ে তল্লাশি চৌকিতে এই বিস্ফোরণ ঘটে। একজন কর্মকর্তা বলেছেন এটি একটি ট্রাক বোমা ছিল।

এর আগের খবরে এ রকম আভাস পাওয়া গিয়েছিল যে বিস্ফোরক ভর্তি গাড়িটি রাস্তার ঐ মোড়ে একটি ব্যস্ত শুল্ক দপ্তরকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। সেখানেই গাড়িগুলো রাস্তার কর দেয়ার জন্য থামে।

তাৎক্ষণিক ভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি তবে অতীতে আল ক্বায়দার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠি এ ধরণের হামলা চালিয়েছে।খবর ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান