মোজাম্বিকে আবর্জনার স্তূপ ধসে ১৭ জনের প্রাণহানী

প্রচণ্ড বৃষ্টিতে বাড়ির ওপর প্রায় ১৫ মিটার উঁচু আবর্জনার স্তূপধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকান দেশ মোজাম্বিকের রাজধানী মাপুটোতে এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অনেকে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কা মাভোটা পৌর জেলার এক কাউন্সিলর সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা আমাদের। তাই এখনও আমরা আবর্জনার স্তূপের নিচে খোঁজ চালাচ্ছি।

সোমবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে হুলেনে শহরে এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আবর্জনার স্তূপটি কাছের সাতটি বাড়ির ওপর ধসে পড়ে। ওই বাড়িগুলো বেআইনিভাবে বানানো হয়েছিল এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় বাসিন্দাদের আগেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রাজধানীর সবচেয়ে বঞ্চিত অঞ্চলগুলোর মধ্যে হুলেন জেলা অন্যতম। শিশুসহ বহু লোক আবর্জনা স্তূপে কিংবা তার পাশে বসবাস করতে বাধ্য হন। এসব স্তূপ কেবল তাদের খাদ্যের জোগানই দেয় না, এখান থেকে তারা বিভিন্ন পণ্য কুড়িয়ে নেয়, যেগুলো তারা পরে বিক্রি করতে পারেন।

আরএম/