মোজাম্বিকের নির্বাচনে উত্তেজনার মধ্যে মঙ্গলবার ভোট গ্রহণ চলছে। সহিংসতাপূর্ণ উত্তপ্ত প্রচারণা এবং নির্বাচনী জালিয়াতির বিভিন্ন অভিযোগের পর দেশটির ভঙ্গুর শান্তির ক্ষেত্রে এ নির্বাচন একটি পরীক্ষা হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরুর পর পরই প্রেসিডেন্ট ফিলিপ নিউসি তার ক্ষমতাসিন দল ফ্রিলিমোর পক্ষে ভোট দেন। দলটি দীর্ঘ ৪৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং তারা এ নির্বাচনে চির প্রতিদ্বন্দ্বী রেনামোকে পরাজিত করবে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে। রেনামো দেশটির সাবেক একটি বিদ্রোহী গ্রুপ। পরে রাজনীতির অঙ্গনে এসে তারা মোজাম্বিকের প্রধান বিরোধী দলে পরিণত হয়।