শেরপুরের নালিতাবাড়ীতে বিপরীতমুখী ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে ইকবাল হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে শহরের কালিনগর-বাঘবেড় সড়ক মোড় সংলগ্ন এলাকার শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে মুষলধারে বৃষ্টির সময় রানীগাঁও গ্রামের ইব্রাহিমের ছেলে ইকবাল হোসেন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে গরুবোঝাই একটি ভটভটি নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। এ সময় কালিনগর-বাঘবেড় সড়ক মোড়ের কাছাকাছি পৌঁছালে সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। একইসঙ্গে মোটরসাইকেল থেকে ছিটকে মাথা দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ইকবাল। দুর্ঘটনার পরপরই ভটভটি চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ভটভটি ও লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান