মোদিকে বিয়ের দাবিতে অবস্থান কর্মসূচি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিয়ের দাবিতে এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ওম শান্তি শর্মা (৪০) নামে এক নারী।

রাজধানী দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন তিনি। অবস্থানরত শান্তি শর্মা রাজস্থানের জয়পুরে থাকেন। তার ২০ বছরের একটি মেয়েও আছে। তবে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে তার।

নিজের বিয়ে সম্পর্কে শান্তি শর্মা বলেন, আমার বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু বেশিদিন সে সম্পর্ক টেকেনি। তার পর থেকে বহু বছর আমি একা।

তা হলে নরেন্দ্র মোদিকে বিয়ে করতে চাইছেন কেন, এ প্রশ্নের জবাবে শান্তি শর্মা বলেন, আমিও একা। প্রধানমন্ত্রীও একা।

তিনি জানান, মোদিকে অনেক কাজ করতে হবে। আর সে কাজে তাকে সহযোগিতা করতে চান শান্তি।

বিয়ের বহু প্রস্তাব এসেছে। শুধুমাত্র মোদিকে বিয়ে করবেন বলে বলে অন্যান্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জানান শান্তি শর্মা।

তিনি জানান, মোদির সঙ্গে তার দেখা করা সহজ নয়। সে কারণে তিনি দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শান্তি বলেন, মানুষ যখন এই কথা শোনেন, আমাকে উপহাস করেন। কিন্তু তাদের একটা বার্তাই দিতে চাই, শুধু ভালোবাসার টানেই নয়, মোদিজির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আর সে কারণেই আমার এই সিদ্ধান্ত।

শান্তি শর্মা জানান, ছোটবেলায় তাকে শেখানো হয়েছে বড়দের সম্মান করো। তাদের কাজে সাহায্য করো। তাই, মোদিজিকে বিয়ে করে তার কাজে সাহায্য করতে চান।

শান্তির দাবি, তার সম্পত্তি বা টাকা-পয়সার কোনো অভাব নেই। ভবিষ্যত নিয়েও তিনি চিন্তিত নন। তিনি বলেন, জয়পুরে প্রচুর জায়গা-জমি রয়েছে আমার। সে সব বিক্রি করে মোদিজির জন্য উপহার কেনার পরিকল্পনা করেছি। তবে মোদিজি যতক্ষণ না আসবেন, যন্তর মন্তর থেকে আমি এক পাও নড়বো না।

আজকের বাজার: আরআর/ ০৭ অক্টোবর ২০১৭