হিউস্টনে হাইডি মোদীর আসরে ছিল জমজমাট নৈশভোজের আয়োজন। নৈশভোজের মূল আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের লোভনীয় গুজরাটি খাবার। আর সেই গুজরাটি খাবারই চুরি করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়লেন এক প্রবাসী গুজরাটি মহিলা।
প্রবীণ মহিলার ধোকলা চুরির সেই ভিডিয়ো ২৫ সেপ্টেম্বরেই পোস্ট করা হয় টুইটারে। আর তারপরেই তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিয়োটিতে দেখা যায় হাউডি মোদীর নৈশভোজে খাওয়া-দাওয়া সারছেন এক গুজরাটি দম্পতি। টেবিলে প্লেটে ধোকলা ও জিলিপি। প্রবীণ মহিলা ধোকলা খেতে খেতেই পর পর বেশ কয়েকটি ধোকলা কোথাও একটা ভরে ফেললেন। পুরো বিষয়টাই লুকিয়ে লুকিয়ে স্মার্টফোনে ভিডিয়ো করে নেন তাঁদেরই টেবিলে বসা এক ব্যক্তি। আর তার পর তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অল্প সময়েই তা ভাইরাল হয়ে যায়।
আজকের বাজার/লুৎফর রহমান