মোবাইলে কথা বলতে গিয়ে ট্রাকচাপায় মৃত্যু

বোদা উপজেলার বাইপাস এলাকায় মঙ্গলবার সকালে ট্রাকচাপায় এক এনজিও কর্মী নিহত হয়েছে।

নিহত বিপ্লব রব্বানী (৪২) স্থানীয় একটি এনজিওর মাঠকর্মী এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি এলাকার আব্দুল হক প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, বিপ্লব রব্বানী মোবাইলে কথা বলতে বলতে সাইকেলে চড়ে বোদা পৌরসভা এলাকার বাইপাস পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রাক হর্ণ বাজালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই ট্রাকের নিচে এসে পড়লে ঘটনাস্থলে মারা যান তিনি।

পরে বোদা ফায়ার সার্ভিস, পুলিশ ও হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান ওসি।

আজকের বাজার/লুৎফর রহমান