২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা। বাংলা ভাষা অর্জনের সংগ্রামী ঐতিহাসিক এক দিন। ১৯৫২ সালের আজকের এই দিনে রচিত হয়েছে ঐতিহাসিক এক অধ্যায়। বাঙালি জাতীয় জীবনের সেই রক্তক্ষয়ী ইতিহাস লিপিবদ্ধ হয়েছে কবির কবিতায়, গল্পকারের গল্পে আর উপন্যাসের পৃষ্ঠায়। এছাড়া নাটক-সিনেমাসহ গানেও উঠে এসেছে একুশের ইতিহাস।
এবার সেই ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে জানা যাবে ভাষা শহিদদের কথা এবং ফোনকে সাজিয়ে নেয়া যাবে একুশের স্মৃতিতে।
স্মার্টফোনে ‘আমার একুশ’ নামে এই অ্যাপের সাহায্যে খুব সহজে জানা যাবে মায়ের ভাষা প্রতিষ্ঠার সেই সংগ্রামের ইতিহাস। অ্যাপটিতে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহারের সুবিধা। ভাষা নির্ধারণ করে দিলে সেই ভাষায় একুশের ইতিহাস পড়া যাবে। যারা না পড়ে পড়াটি শুনতে বেশি পছন্দ করেন তাদের জন্য রয়েছে অডিও সুবিধা। অডিও আকারে শোনা যাবে রক্তঝরা সে সব দিনের ইতিহাস। এতে সাউন্ড বন্ধ রাখারও সুবিধা রয়েছে।
অ্যাপটিতে থাকছে শেয়ার ফিচার। ফলে অ্যাপটি থেকে যে কোন লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে। প্লেস্টোরে ৪.৫ রেটিং প্রাপ্ত অ্যাপটি ‘আমার একুশ’ লিখে সার্চ করেই পাবোয়া যাবে।
অ্যাপটি ডাউনলোড করা যাবে বিনামূল্যে। বিশেষ দিবস উপলক্ষে একুশের সাজে যারা ফোনের ভেতরটা রাঙাতে চান, তাদের জন্য এতে আছে চমৎকার একটি একুশে লাইভ ওয়ালপেপার।
এই অ্যাপটিতে মাতৃভাষা দিবসের বিভিন্ন এসএমএসও দেয়া রয়েছে। সেগুলো সহজেই কপি করে এসএমএস বা ফেইসবুকে স্ট্যাটাস দেয়া যাবে। এ ছাড়া অ্যাপটিতে রয়েছে একুশের কবিতা।
আজকের বাজার : এমআর/আরএম/২১ ফেব্রুয়ারি ২০১৮