মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে এবং অপপ্রয়োগের ঝোঁক বেশি দেখা যায় বলে মন্তব্য করেছে হাইকোর্ট।
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিনাজপুরে এক সিনিয়র আইনজীবীকে শাস্তি দেয়ার ঘটনার বিষয়ে জারি করা রুলের শুনানিকালে বুধবার ২৭ ডিসেম্বর আদালত এ মন্তব্য করেন।
বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু আইনজীবীকে শাস্তি দেয়ার ক্ষেত্রে নয়, প্রায় সকল ক্ষেত্রেই মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে। ক্ষমতা দেয়া হয় সঠিক প্রয়োগের জন্য। কিন্তু তার অপপ্রয়োগের ব্যাপারে ঝোঁক বেশি দেখা যায়।
সিনিয়র আইনজীবীকে শাস্তি প্রদানকারী ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তৎকালীন দিনাজপুরের এসিল্যান্ড (বর্তমানে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর এসিল্যান্ড) বিরোদা রানী রায় ১৭ ডিসেম্বর হাইকোর্টের দেয়া আদেশ অনুযায়ী আজ বুধবার আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
পরে এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গত, দিনাজপুরে এসি ল্যান্ডের কক্ষে একটি মামলার শুনানি চলাকালীন সময়ে সিনিয়র আইনজীবী নিরোদ বিহারী নিজের পরিচয় দিয়ে অনুমতিক্রমে ভেতরে প্রবেশ করে বসতে চান। তখন বিরোদা রানী রায় তাকে বাইরে যেতে বলেন। কিন্তু নিরোদ বিহারী নিজের পরিচয় দিয়ে বসার অনুমতি চান।
তখন কক্ষে অবস্থান করা এক আইনজীবী বলেন, ‘ম্যাডাম, আমরা আইনজীবীরা তো এভাবেই বসে থাকি।’
এ কথা শুনে এসি ল্যান্ড বলেন, ‘আপনি চুপ থাকুন।’ তাতে চুপ হয়ে যান তিনি। তখন সিনিয়র আইনজীবী নিরোদ বিহারী এসি ল্যান্ডকে এমন ব্যবহারের কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বেধে যায়। তখন এসি ল্যান্ড নিজের ক্ষমতাবলে নিজ কক্ষকে ভ্রাম্যমাণ আদালত ঘোষণা করেন এবং ভ্রাম্যমাণ আদালতের ১৮৬ ধারা অনুযায়ী (সরকারি কাজে সরকারি কর্মকর্তাকে বাধা) আইনজীবীকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের কারাদণ্ডের রায় দেন।
সাজা দেয়ার সময় এসি ল্যান্ড তার বক্তব্যে ‘আমি আমার ক্ষমতা দেখালাম, পারলে আপনি আপনার ক্ষমতা দেখান’ এমন উক্তি করেছেন বলে অভিযোগ করেন আইনজীবী নিরোদ বিহারী।
গত ১৪ ডিসেম্বর একটি দৈনিকে প্রকাশিত খবর আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন। পরে আদালত এসি ল্যান্ডকে আদালতে হাজির হওয়ার নির্দেশ জারী করেন। একইসঙ্গে নিরোদ বাহারী রায়কে দেয়া সাজা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
আজকের বাজার : এলকে ২৭ ডিসেম্বর ২০১৭