মোবাইল চুরির অভিযোগে শিশুকে বস্তায় ভরে নির্যাতন

মোবাইল চুরির অভিযোগে চার বছর বয়সী এক শিশুকে বস্তার মধ্যে ভরে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী এলাকায়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শিশুটিকে নোয়াখালীতে পাঠানো হয়েছে।

শিশুটির বাবা সোহেল জানায়, একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেনের একটি মোবাইল চুরি হয়। শিশু পিয়াস মোবাইল চুরি করেছে এমন সন্দেহে বুধবার সন্ধ্যায় পিয়াসকে বাসায় ডেকে নিয়ে বস্তাবন্দি করে বেধড়ক পেটায় রাকিব। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়। পিয়াসকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে নেয়া হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে রাতেই শিশু পিয়াসকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়।

লক্ষীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাছির উদ্দিন জানান, শিশু পিয়াসের চোখ ও মুখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া। তিনি জানান, অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আজকের বাজার:এলকে/এলকে ২ নভেম্বর ২০১৭