মোবাইল ফটোগ্রাফি এক্সিবিশন ‘আলোর গল্প’ পুরষ্কার পেয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী হোসাইনুল আরেফিন সেতু।
বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সেরাদের সেরা ছবির মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে সেতুর ছবি।
বুধবার (১৬ মে) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে, ‘আন্তর্জাতিক আলোক দিবস-২০১৮’ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলীনিকান্ত ভট্টাশালী গ্যালারি ‘Tales of Light-আলোর গল্প’ শীর্ষক মোবাইল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়|
অনুভূতি জানাতে গিয়ে সেতু বলেন, ‘ছোটবেলা থেকেই ক্যামেরা যন্ত্রটির প্রতি আমার একটি বিশেষ আগ্রহ ছিল। আমি যখন বড় হই তখন দেখলাম একজন লেখকের লেখনি যেমন ভাবে প্রকৃতির প্রত্যেকটি বিষয় কে তুলে ধরতে পারে, ঠিক তেমনি করে একটি ফটোগ্রাফিও পারে প্রকৃতির অপরূপ দৃশ্যকে খুব সুন্দর ভাবে তুলে ধরতে। তাই আমি সিদ্ধান্ত নিই আমি এই পথেই হাটব। তবে, এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন আমার দেশের, আমার পবিবারের, আমার বিশ্ববিদ্যালয়ে, আর আমার প্রিয় মানুষদের।’
রনি/রাসেল/