দেশে মোবাইল ব্যাংকিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠার কারণে এ ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন গড়ে ৯৯৪ কোটি টাকা লেনদেন হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এএমএ মুহিত এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মোবাইল ফোন ব্যাংকিংয়ে মোট গ্রাহকের সংখ্যা ছয় কোটি ৪০ লাখ। তাদের মধ্যে তিন কোটি ৬০ লাখ গ্রাহক এ পদ্ধতির মাধ্যমে সক্রিয়ভাবে লেনদেন করে থাকেন।
ক্ষমতাসীন দলের আরেক সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ’র প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে ১ হাজার ৪১৬ কোটি ২১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বৈদেশিক সাহায্য পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে।
এসবের মধ্যে ১ হাজার ৪২৩ কোটি ১৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ঋণ এবং ৩৮ কোটি ৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার অনুদান।
মুহিত আরো জানান, একই অর্থবছরে ৬২৯ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বৈদেশিক সাহায্য ছাড় করা হয়েছে। যার মধ্যে ৫৯১ কোটি ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ এবং ৩৮ কোটি ৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার অনুদান।
আজকের বাজার/এমএইচ