আগামী বছরের শুরু থেকে একজন গ্রাহক তার মোবাইল ব্যাংক হিসাবে ৩ লাখ টাকার বেশি রাখতে পারবেন না।
৬ নভেম্বর সোমবার এক নির্দেশনায় এ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কোনো গ্রাহকের মোবাইল ব্যাংক হিসাবে ৩ লাখ টাকার বেশি টাকা থাকলে- তা ৩১ ডিসেম্বরের মধ্যে কমিয়ে আনতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে একজন গ্রাহক তার ব্যক্তি মোবাইল হিসাবে সর্বোচ্চ তিন লাখ টাকা স্থিতি রাখতে পারবেন। যাদের ৩ লাখ টাকার বেশি এমএসএফ হিসাবে আছে, তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে নামিয়ে আনতে বলা হয়েছে।
এমএসএফ হিসাবের অর্থ গ্রাহক তার ব্যাংক হিসাবে স্থানান্তর করতে পারবেন বলে বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।
আজকের বাজার:এলকে/এলকে ৭ নভেম্বর ২০১৭