মোমিনুলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

অধিনায়ক মোমিনুল হকের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বড় টার্গেট দিলো স্বাগতিক বাংলাদেশ। ৮ উইকেটে ২২৩ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষনা করে বাংলাদেশ।

৪১তম টেস্টে দশম সেঞ্চুরির স্বাদ নেন মোমিনুল। ১৮২ বলে ১০টি চারে ১১৫ রান করেন তিনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪৭ রান করেছিলো বাংলাদেশ। মোমিনুল ৩১ ও মুশফিকুর রহিম ১০ রান নিয়ে শেষ করেছিলেন।

আজ ৮ রান যোগ করে ব্যক্তিগত ১৮ রানে থামেন মুশফিক। ১১২ বলে ৫টি চারে ৬৯ রান করেন লিটন দাস। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৭, তাইজুল ইসলাম ৩ রান করে ফিরেন। ১ রানে অপরাজিত থাকেন নাইম হাসান। তাইজুলের আউটের পরই ইনিংস ঘোষনা করে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল-জোমেল ওয়ারিকান ৩টি করে ও শানন গ্যাব্রিয়েল ২টি উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩০ ও ওয়েস্ট ইন্ডিজ ২৫৯ রান করে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান