অধিনায়ক মোমিনুল হকের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের অপরাজিত ৯৯ রানের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে লিড নিলো স্বাগতিক বাংলাদেশ। ৯৯ ওভারে ৩ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি গেল টাইগাররা। ছয় টেস্ট পর এই ফরম্যাটে লিড পেল টাইগাররা। মোমিনুল ১১৯ ও মুশফিক ৯৯ রানে অপরাজিত আছেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪০ রান করেছিলো বাংলাদেশ। মোমিনুল ৭৯ ও মুশফিক ৩২ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন সকালে ক্যারিয়ারের ৪০তম টেস্টে নবম সেঞ্চুরির স্বাদ নেন মোমিনুল। ১৪ ইনিংস পর টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। ১৩টি চারে ২০৫ বলে ১১৯ রানে অপরাজিত আছেন মোমিনুল। তার সঙ্গী মুশফিক ১৫৩ বলে ১৭টি চারে ৯৯ রানে অপরাজিত। সপ্তম সেঞ্চুরি থেকে ১ রান দূরে দাড়িয়ে মুশফিক। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান