নিজেকে (মোর এনাফ স্ট্রং গার্ল) অনেক বেশি শক্ত প্রকৃতির মেয়ে বলে দাবি করেছেন সমালোচিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিল। সম্প্রতি মিস ওয়ার্ল্ড ঘোষণার পর তীব্র সমালোচনার মুখে একটি ভিডিও প্রকাশ করে একথা বলেন তিনি।
ভিডিওতে জান্নাতুল নাঈম বলেন, আমি অনেক কষ্ট করে সফলতা পর্যন্ত পৌঁছেছি। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে দিয়ে আমার পরিবার চেয়েছিল আমার স্বপ্নগুলো থামিয়ে দিতে। কিন্তু আমি পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে আমার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে গিয়েছি। সফলতা পর্যন্ত এসেছি। এখন সবার উচিত ছিল আমাকে উৎসাহ দেওয়া। আর সেখানে সবাই আমার সমালোচনায় ব্যস্ত। অনেকে মনে করছেন, জান্নাতুল নাঈম এসব শুনে সুইসাইড করবে। কিন্তু না। জান্নাতুল নাঈম ইজ মোর এনাফ স্ট্রং গার্ল।
মিস ওয়ার্ল্ডে যাওয়া প্রসঙ্গে এ সুন্দরী বলেন, এখন আমি যদি মিস ওয়ার্ল্ডে নাও যেতে পারি আমার দুঃখ নেই। আমি দেশে থেকেই অবহেলিত মেয়েদের জন্য কাজ করে যাব। যে সকল মেয়েরা পরিবার থেকে অবহেলিত। যে সকল মেয়েরা স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে না। যে সকল মেয়েরা অনেক স্ট্রাগল করছে; তাদের জন্য কাজ করে যাব। আমি প্রমাণ করবো, এ দেশে মেয়েরা ইচ্ছে করলে অনেকেই অনেক কিছুই করতে পারে।
তিনি আরও বলেন, পথে পথে বাইক রাইডার হিসেবে ঘোরার সময় এত কথা হয়নি আমাকে নিয়ে। আজ কেন সবাই আমার পিছু লেগেছেন! হ্যাঁ, আমি ভুল করেছি। কিন্তু আমি দেখিয়েছি, মেধা দিয়ে লড়তে জানি। আমার অপরাধ, বাবার জোর করে দেওয়া বিয়ে মেনে নিয়ে সংসার করিনি। এটাই আমার বড় ভুল!
এবছর বাংলাদেশ থেকে যে মিস ওয়ার্ল্ডে যাবে তার জন্য শুভকামনা জানাতেও ভুল করেননি জান্নাতুল নাঈম।
১৫ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে তুলে ধরেছেন নিজের জীবন যুদ্ধের সংক্ষিপ্ত রূপ।
বিয়ে প্রসঙ্গে তিনি বলেছেন, আমি বিয়ের কথা গোপন করায় অনেকে আমার সমালোচনা করছেন। ডিভোর্সি হওয়া সত্ত্বেও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়েছি, এটা আমার ভুল। কিন্তু বাংলাদেশের আইনে তো বাল্যবিবাহ নিষিদ্ধ। তাহলে কেন এই নিষিদ্ধ বিয়ে নিয়ে এত সমালোচনা? আমি তো এ বিয়ে মানিনি। পরিবারের চাপে বিয়ে হয়েছে। পরে চলেও এসেছি। এসে চেয়েছিলাম বাল্য বিয়ের বিরুদ্ধে কাজ করতে। এবং আমি সেটি করে যাব।
প্রসঙ্গত, গত শুক্রবার ২৯ সেপ্টেম্বর রাতে বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ এর গ্র্যান্ড ফিনালেতে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল নাঈমের নাম উঠে আসে বিজয়ী হিসেবে।কিন্তু বিচারকরা দাবি করেন তাদের তালিকায় জান্নাতুল নাঈমের নাম ছিল না। এটি হয়েছিল আয়োজকদের পছন্দে। এরপর বেরিয়ে আসে বিয়ের বিষয়টিও। যে কারণে হয়তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারাতে হবে তার। আয়োজক ও বিচারকদের কথায় এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
আজকের বাজার: আরআর/ ০৩ অক্টোবর ২০১৭
https://www.youtube.com/watch?v=X9qJHHzaqIk