মোশাররফ ভাইয়া যা বলেছেন তা পুরোপুরো ঠিক

মোশাররফ করিম যা বলেছেন তাতে ভুল কী ছিল। উনি যা বলেছেন তা একদম সঠিক। পোশাক নয় বিকৃত মানসিকতা ধর্ষণের জন্যই দায়ী। একটা আট বছরের শিশু কেন ধর্ষিত হলো? এই শিশু ধর্ষণের পেছনে বিকৃত মানসিকতা ছাড়া আর কী থাকতে পারে? মোশাররফ ভাইয়া যা বলেছেন তা পুরোপুরো ঠিক।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠ ফেসবুক সেলিব্রিটি লাইভ শো’তে উপস্থিত হয়ে এমনটাই বললেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া বিশ্বব্যাপী নারী নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা মি টু হ্যাশট্যাগ প্রসঙ্গে এক প্রসঙ্গে বলেন, মোশাররফ ভাইয়া একজন জেন্টেলম্যান। তার চিন্তাভাবনাও পরিস্কার। দুঃখের বিষয় সেই সময় মোশাররফ ভাইয়ার পাশে কেউ দাঁড়ায়নি। এটা আমাকে পীড়া দিয়েছে। কেন? ভয়ে? অন্তত দশজন মানুষ যদি তাঁর পাশে দাঁড়াতো তাহলে কেউ সাহস পেত না তাঁকে আক্রমণ করার।

আজকের বাজর/ এমএইচ