বাঁ-পায়ের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলছেন না মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার আবুল হাসান রাজু।
বুধবার (৩০ মে) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজুরের পরিবর্তে রাজুর নাম ঘোষণা করে।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে খেলার সময় পায়ে বেশ চোট পান মোস্তাফিজু। এক্সে রিপোর্টে দেখা যায় চিড় ধরেছে। ম্যাচ ফিট হতে অন্তত এক মাস সময় লাগবে বলছেন এই বিসিবি'র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
আজকের বাজার/আরআইএস