ঢাকার মতিঝিল-আরামবাগ এলাকার চার ক্লাবে রবিবার অভিযান চালিয়ে এক লাখ টাকাসহ ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
ক্লাবগুলোর মধ্যে রয়েছে- মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মতিঝিল বিভাগ) আনোয়ার হোসেন জানান, বেলা ৩টার পর থেকে এসব ক্লাবে অভিযান চালানো হয়।
তিনি জানান, বিকাল ৪টা ৪৫ মিনিটেও অব্যাহত থাকা অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১ লাখ টাকা ও মদের খালি বোতল পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, ক্লাবগুলোতে ক্যাসিনো চালানোর ব্যাপারে তাদের আগে কিছু জানা ছিল না।
আজকের বাজার/লুৎফর রহমান