মোহামেডানের সাবেক ফুটবল কোচ এমেকা ইজিগোর বেতন পরিশোধ না করায় প্রিমিয়ার লিগ থেকে মোহামেডানের ৩ পয়েন্ট কেটে নেওয়ার জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছিল ফিফা। সেই পয়েন্ট না কাটায় বাফুফে এখন বিপদে পড়তে যাচ্ছে। সামনের মিটিংয়ে শাস্তির মুখে পড়তে পারে দেশের ফুটবল ফেডারেশন।
৫ শতাংশ সুদসহ এমেকার পাওনা ২২ হাজার ডলার পরিশোধ না করলে মোহামেডানকে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ ফুটবলে নামিয়ে দিতেও নির্দেশ দিয়েছিল ফুটবলের অভিভাবক সংস্থাটি।
২০১২-১৩ সালে মোহামেডানের কোচ হয়ে আসেন ১৯৯৪ সালে নাইজেরিয়া জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা এমেকা। কিন্তু মৌসুমের মাঝপথে তাকে বিদায় করে দেয় মোহামেডান। পরিশোধ করা হয়নি তার বেতন-ভাতাও।
পরে নালিশ নিয়ে ফিফার দ্বারস্থ হন এমেকা। অভিযোগ আমলে নিয়ে ২০১৫ সালে নাইজেরিয়ান সাবেক তারকার বেতন পরিশোধ করে দেওয়ার জন্য মোহামেডানকে নির্দেশ দিয়েছিল ফিফা। কিন্তু সেই নির্দেশ না মানায় ফিফা থেকে কঠোর হুমকি পেয়েছে মোহামেডান।
এমেকার বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছে নাইজেরিয়ান সংবাদ মাধ্যমগুলোতেও। বলা হচ্ছে, সদস্য দেশ হিসেবে অবশ্যই ফিফার আদেশ মানতে বাধ্য বাফুফে। এর ব্যত্যয় ঘটার কোন সুযোগ নেই।
আজকের বাজার: সালি / ০৭ ডিসেম্বর ২০১৭