বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে দলটি। দিনের দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মোহামেডান ম্যাচের ৪ মিনিটেই কিংসলে চিগোজির গোলে লিড পায়। ৪৯ মিনিটে জাহিদ হাসান এমিলির হেড থেকে গোল পায় মোহামেডান। কিন্তু ২-০ গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরে আরামবাগ। ৮০ মিনিটে সুমন হেড থেকে ব্যবধান কমান। এরপর শেষ মিনিটে এলামলি বুকোলা গোল করে আরামবাগের ড্র নিশ্চিত করেন।
অন্যদিকে মুক্তিযোদ্ধোকে এদিন জয় এনে দিয়েছেন আব্বাস ইউনুসার। তার করা একমাত্র গোলেই রেলিগেশন শঙ্কা থেকে কিছুটা হলেও স্বস্তি পেল দলটি।
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮