রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বিহারী পট্টিতে মঙ্গলবার ভয়াবহ আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, বিকাল সোয়া ৪টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
এর আগে সোমবার রাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে প্রায় ১০০ ছোট ঘর ও দোকান।