মোহাম্মদপুরে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৪ জুন) দুপুর পৌনে ১টার দিকে র‌্যাব সদর দফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

র‌্যাব জানায়, আটকরা বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব সেই এলাকায় অভিযান চালায়।

এ সময় ৬ ডাকাতকে আটক করা হয়। এছড়াও তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরএম/