রাজধানীর মোহাম্মদপুর বসিলা রোডের রাজধানী হাউজিং এলাকায় ছুরিকাঘাতে তৌসির (২৮) নামে এক যুবক খুন হয়েছেন।
বুধবার ৯ আগস্ট রাত দেড়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত তৌসিরের পরিচিত আরিফ ও ইমন বলেন, তৌসির মোহাম্মদপুরে চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। হাউজিং ব্যবসার সঙ্গে জড়িত। রাজধানী হাউজিং এলাকার স্থানীয় জাকির, শাহিন, ফিরোজ ও সোলেমানসহ ৮/৯ জন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
কি কারণে তৌসিরকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি তারা পরিবার।
আরিফ ও ইমন আরও বলেন, সন্ধ্যায় ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এতে তৌসির পরিচিত গার্মেন্ট কর্মী উজ্জল (১৯) নামের এক যুবক আহত হয়ে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। এ ঘটনার জের ধরে তৌসিরকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত বরে জানান, নিহত তৌসিরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ১০ আগস্ট ২০১৭