রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী গাঁজা রাজন (২৫) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
রোববার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি এলাকায় র্যারের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক ব্যবসায়ীদের একটি চক্র আমিনবাজার থেকে নৌকাযোগে মাদকের একটি বড় চালান পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যারের নিয়মিত টহল টিম মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি এলাকায় বুড়িগঙ্গা নদীতে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এসময় কয়েকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পরে তার পরিচয় নিশ্চত হওয়া যায়। গোলাগুলিতে র্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
আরএম/