রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার রিজার্ভ ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ১১ ডিসেম্বর বিকেলে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, বাসার সামনে খেলছিল একই বিল্ডিং-এর হাবিব ও মারিয়া। একপর্যায়ে নিখোঁজ হয় শিশু দুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাসার সিঁড়ির নিচে পানির রিজার্ভ ট্যাংকের ভেতরে তাদের সন্ধান মেলে।
পরে অচেতন অবস্থায় শিশু দুটিকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত হাবিবের বয়স ৩ বছর ও মারিয়ার বয়স সাড়ে ৩ বছর। তাদের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পরিবারে।
আজকের বাজার/এমএইচ