রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। তার নাম ফালু। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ জুন) দিবাগত রাতে বছিলার ৪০ ফিট এলাকায় মাদক উদ্ধার অভিযানে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক উদ্ধার অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। ফালুকে আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।
রাসেল/