রাজধানীর মোহাম্মাদপুরে বসিলায় একটি বাড়িতে সন্দেহভাজন ‘জঙ্গি আস্তানায়’ কামান্ডো অভিযান চালিয়েছে র্যাব। এ সময় বিস্ফোরণে এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
সোমবার সকালে র্যাবের পক্ষ থেকে বলা হয়, এই অভিযানে এখন পর্যন্ত একজন জঙ্গি নিহত হয়েছে। তবে ভেতরে দুই/তিনজন থাকতে পারে।
র্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আস্তানায় ভিতরে বিস্ফোরণে একজন নিহত হয়েছে, তাবে এখনো তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এর আগে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের টিনশেডের ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে, গেপান সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে ভোর পৌনে ৫টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিস্ফোরণে টিনশেড বাড়িটির চালা উড়ে যায় জানিয়ে র্যাব কর্মকর্তা মুফতি আরও জানান, র্যাবের সাথে অভিযানে বোমা নিয়স্ত্রিয়কারী দল ও স্পেশাল ফোর্সের সদস্যরাও যোগ দিয়েছেন।
জিঙ্গাসাবাদের জন্য ওই বাড়িটির কেয়ারটেকারসহ তিনজনকে আট করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিতরের অবস্থা বোঝার চেষ্টা করা হচ্ছে।
সূত্র – ইউএনবি