মৌরিতানিয়া উপকূলের কাছে নৌকা ডুবে অন্তত ৫৮ জনের প্রাণহানি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। এছাড়া ৮৩ জন সাঁতরে তীরে পৌঁছাতে পেরেছে। জাতিসংঘের এ সংস্থা আরো বলেছে, বেঁচে ফিরে আসা লোকজন জানায়, নৌযানটিতে অন্তত ১৫০ জন আরোহী ছিল। এটি গাম্বিয়া থেকে গত ২৭ নভেম্বর যাত্রা করে।
তারা বলছে, উপক’লের কাছাকাছি আসার পর এটির জ্বালানী ফুরিয়ে যায়। এদিকে সংস্থার কাজে মৌরিতানিয়া কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করছে বলে জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মৌরিতানিয়া মিশনের প্রধান লরা লুঙ্গারতি। তিনি বলেন, যারা বেঁচে গেছে তাদের দেখভাল এবং প্রয়োজন মেটানোকে আমরা উভয়ে অগ্রাধিকার দিচ্ছি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, আটলান্টিক উপকূলে মৌরিতানিয়ার একেবারে পশ্চিম প্রান্তের শহর নওয়াধিবুর হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে মৌরিতানিয়ান কর্তৃপক্ষ গাম্বিয়ার রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করেছে এবং তিনি নওয়াধিবুর উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান