মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের অপরাধে জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ জুন) সকালে নিজ কার্যালয়ে বসে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা ভঙ্গের অপরাধে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। একইসঙ্গে আইন অনুয়ায়ী অভিযোগকারীকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ সময় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এর পক্ষে মাহমুদুল ইসলাম উক্ত জরিমানার টাকা পরিশোধ করেছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, গত চলতি বছরের ৩০ এপ্রিল তারিখে জাহিদুল ইসলাম নামে এক ব্যাক্তি গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে গেলে সেখানে তার কাছ থেকে আধা লিটার ওজনের পানির মূল্য রাখা হয় ৫০ টাকা।
বিষয়টি নিয়ে পরবর্তীতে মে মাসের ৭ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন তিনি। এ অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের সম্মুখে উপযুক্ত প্রমান সহকারে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট কর্তৃপক্ষকে দোষী সাব্যস্থ করে এ জরিমানা করা হয়েছে।
আজকের বাজার/একেএ