‘জঙ্গি আস্তানা’ সন্দেহে এবার মৌলভীবাজারে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বুধবার (২৯ মার্চ) ভোরের দিকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়। বাড়ি দুটির মধ্যে একটির অবস্থান মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। অপর বাড়িটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার ফতেপুর এলাকায়। বাড়ি দুটি মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের ফতেপুর এলাকার বাড়িতে থেকে থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে নিরাপত্তার জন্য কাউকে আশপাশের এলাকায় যেতে দেয়া হচ্ছে না।