মৌলভীবাজারে আম পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

Moulvibazar

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমপাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. জীবন মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ একটি গেস্ট হাউজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে গেস্ট হাউজের ছাদে উঠে লোহার পাইপ দিয়ে গাছ থেকে আম পাড়ছিলেন জীবন মিয়া। এসময় আমগাছের সামনে থাকা বিদ্যুতের লাইনে পাইপ লাগলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার এস আই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাপ্পু/রাসেল/