মৌলভীবাজার জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) দুপুর ২টার দিকে মৌলভীবাজার জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
মৃত ওই কয়েদির নাম সাজিদুল্লাহ (৪৫। সাজিদুল্লাহ শহরতলীর বর্ষিজোড়া এলাকার মো. খতিবুল্লাহর ছেলে। তিনি মাদক মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন।
মৌলভীবাজার জেল সুপার মো. আনোয়ারুজ্জামান জানান, সাজিদুল্লাহ দুপুরের খাবার খেয়ে বাথরুমে যায়। পরে অন্যান্য কয়েদিরা তাকে অজ্ঞান অবস্থান উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মারা গেছেন।
আজকের বাজার/একেএ