মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু ভেঙে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত পাঁচ যাত্রীর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স সানজিদা আক্তার, সিলেটের দক্ষিণ সুরমার আব্দুল বারীর মেয়ে ফাহমিদা ইয়াসমিন ইভা, ফেঞ্চুগঞ্জের চেরাগ মিয়ার মেয়ে মনোয়ারা পারভীন লায়লন।
ফাহমিদার ভাই আব্দুল হামিদ জানান, নার্সিং ট্রেনিংয়ের জন্য ঢাকা যাচ্ছিলেন ফাহমিদা। ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে বোনের খোঁজে ঘটনাস্থলে যান তিনি। সেখানে না পেয়ে কুলাউড়া হাসপাতালে গিয়ে বোনের মরদেহ সনাক্ত করেন।
রোববার রাতে কুলাউড়ার বরমচাল রেল সেতু ভেঙে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় একটি বগি উল্টে যায়। এতে আড়াইশ যাত্রী আহত হয়েছে। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ