মৌলভীবাজার সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন।
শনিবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শফিক মিয়া (২৪) ও আব্দুল মালিক (৫৫)। আহতদের মৌলভীবাজার ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় সংঘর্ষে দুই জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহত অবস্থায় হাসপাতালে অন্তত ৩৫ জন এসেছিল। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কা অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জনকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়রা জানান, মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব লামুয়া গ্রামের মনর মিয়া লন্ডনী ও লেবাস মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে ঝগড়া চলে আসছিল। এর জের ধরে গতকাল শুক্রবার রাতে কয়েক দফা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এরপর উভয় পক্ষ আজ শনিবার দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হন। আহত হন আরো ৩৫ জন।
মডেল থানা নিয়ন্ত্রিত শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই শরীফুল ইসলাম জানান, দু’পক্ষের সংঘর্ষের এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজকের বাজার/একেএ