মৌলভীবাজারে বাসচাপায় প্রাণ গেল এনজিও কর্মীর

Moulvibazar

মৌলভীবাজারের কমলগঞ্জে বাসের চাপায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার মহাসড়কে উপজেলার ভটের মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম উত্তম ভট্রাচার্য্য পিংকু (৫০)। তার বাড়ি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে ঢাকা মেট্রো জ ১১-২৮৯৬ নাম্বারের বাসটি ভটের মিল এলাকা অতিক্রম করার সময় একটি ঠেলাগাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঠেলাগাড়ির সামনে থাকা পিংকু বাসের নিচে চাপা পড়েন। তখন চালক বাস না থামিয়ে প্রায় ১০-১৫ হাত জায়গা উত্তমকে হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই উত্তমের মৃত্যু হয়।

নিহত উত্তম সূর্যের হাসি ক্লিনিকে কর্মরত ছিলেন। খবর পেয়ে কমলগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

কমলগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।

আজকের বাজার/একেএ