মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ মিয়ার ছেলে নেপুর আলী (৫০) ও অটোরিকশাচালক ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির মিয়ার ছেলে তারেক মিয়া (২২)।
স্থানীয়রা জানান, সকালে দুজন অটোরিকশায় করে মৌলভীবাজার যাচ্ছিলেন। পথে শরতলীর ইসলামপুর এলাকায় ঢাকা থেকে বড়লেখাগামী একটি বাস ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার এসআই মুজিবুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ