মৌলভীবাজারে ১ মাস ৭ দিন ধরে কিশোরী নিখোঁজ

মৌলভীবাজারের রাজনগরে এক কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেফালী (১৭) নামের ওই কিশোরী প্রায় ১ মাস ৭ দিন ধরে নিখুঁজ রয়েছেন।

শেফালী এক মাস আগে নতুন জামা সেলাই করার জন্য টেইলারের দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কোথাও থাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি লিখিত ভাবে রাজনগর থানা পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, রাজনগর উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নের দক্ষিণ ভুজবল গ্রামের দিন মজুর সুনু মিয়ার কিশোরী মেয়ে শেফালী বেগম গত ১ এপ্রিল সকাল ১১ টার দিকে নতুন জামা তৈরীর জন্য ফেরিওয়ালার কাছ থেকে ক্রয় করা সিট কাপড় নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি বাড়ি ফিরতে দেরি করায় খবর নিয়ে দেখা গেছে তিনি ওই দোকানে যায়নি। এর পর থেকে তিনি নিখুঁজ রয়েছেন।

পুলিশের তদন্তকারী কর্মকর্তা মির্জা মাহমুদুল করিম বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে মোবাইল নাম্বার নিরীক্ষার জন্য উর্ধতন কতৃপক্ষের কাছে পাঠিয়েছি। এ প্রতিবেদন না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

আজকের বাজার/একেএ