করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় মৌলভীবাজারে ৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মৌলভীবাজার জেলা সিভিল সার্জনের অফিস সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথমে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে একজনের টিবি রোগ শনাক্ত হওয়ায় এটি ২৩ জনে নেমে আসে। এ দিকে কমলগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০ জন, বড়লেখায় ২ জন, জুড়ীতে ১ জন, কুলাউড়াতে ৫ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ জন।
অপরদিকে রাজনগর উপজেলায় কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি।
মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তৌহিদ আহমেদ বলেন, জননিরাপত্তার স্বার্থে সবাইকে প্রায় দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকেই বিদেশ থেকে সম্প্রতি দেশে এসেছেন।
এ সময় তিনি আরও বলেন, প্রবাসীদের মধ্যে ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কি না সেটার জন্য তাদের নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনিটরিং করছি।
আজকের বাজার/শারমিন আক্তার