সাখাওয়াৎ লিটন: মৌলভীবাজার সদর (৩ আসনে)র সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন (এমপি) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
২৩ ডিসেম্বর শনিবার বিকালে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফেরার পথে মৌলভীবাজারের কুদালিপুল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের কিছু না হলেও এমপি সায়রা মহসিন হাতে সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত দাশ। উল্লেখ্য সৈয়দা সায়রা মহসিন সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসিন আলীর সহধর্মিনী
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুহেল আহমদের বরাত দিয়ে জানা যায় বিকেলে সংসদ সদস্য একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফেরার পথে শহরতলীর জগন্নাথপুরের কুদালিপুল একায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার কারের সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য হাতে সামান্য আঘাত প্রাপ্ত হন। পিকআপ ভ্যানটি আটকে করা হয়েছে।
আজকের বাজার: সালি / ২৩ ডিসেম্বর ২০১৭