মৌসুমের শুরুতেই প্রবল বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো: আব্দুর রহমান বলেন, সারাদেশেই বেশ কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের পর বর্ষা মৌসুম শুরু হয়েছে এবং এই মৌসুমের শুরুতেই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এটি র্দীঘায়িতও হতে পারে।
আবহাওয়া অধিদফতর আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিট।
আরজেড/