ম্যাকসন স্পিনিং মিলসের দুই উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. ফেরদাউস কাউসার মাসুদ ও লায়লা আলী পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই উদ্যোক্তাদ্বয় পুর্ব ঘোষণা অনুযায়ী যথাক্রমে ৫ লাখ ৫৫ হাজার ২০১ এবং ২ লাখ ৫৫ হাজার ২০২টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

কোম্পানিটি ২০১৭ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিলো।

‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ২৪ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬১ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/