ম্যাচ গড়পেটা: পাঁচ ক্লাবকে বাফুফের চিঠি

বর্তমানে ক্রীড়াঙ্গনের মূল আলোচনা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) ম্যাচ পাতানো। বেশ কয়েকটি ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।

তবে এর মধ্যেই অভিযোগ ওঠা ক্লাবকে চিঠি দিয়েছে বাফুফে। ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অভিযোগ ওঠায় বাফুফে গত ২৪ মার্চ চিঠি দিয়ে তাদের অবস্থান জানতে চেয়েছে।

২৭ মার্চ চিঠি দিয়েছে কারওয়ান বাজার প্রগতি সংঘকে। ২ এপ্রিল চিঠি দিয়েছে উত্তরার আজমপুর ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।

এই পাঁচ ক্লাব বাফুফের চিঠির জবাবও দিয়েছে। ক্লাবগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তাদের চিঠির জবাব নিয়ে আজ (বুধবার) বিকাল ৩টায় সভায় বসছে বাফুফের পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটি। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান