ম্যাচ চালাকালীন অবস্থায় রেফারিকে ধর্ষণের হুমকি

LONDON, ENGLAND - JUNE 02: Referee Fernando Santos from Italy shows a red card during the International Friendly match between England and Portugal at Wembley Stadium on June 2, 2016 in London, England. (Photo by Matthew Ashton - AMA/Getty Images)

স্পেনে ঘটল লজ্জাজনক এক ঘটনা। ম্যাচ চলাকালীন নারী রেফারিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে স্পেনের আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে।

ক্যানারি দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত ফুয়েরতেভেনতুরা দ্বীপের একটি ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল প্রথম বিভাগের দুই দল সিডি চিলিগুই এবং ইউডি জানদিয়া। সেই ম্যাচে দায়িত্ব পালন করছিলেন ওই নারী রেফারি। কিন্তু তার একটি সিদ্ধান্ত মেনে নিতে না পারায় ওই রেফারিকে ধর্ষণের হুমকি দেয় গ্যালারির এক দর্শক।

এ ঘটনায় অবশ্য ক্ষমা চেয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্বীপটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা লাস পালমাস ফুটবল অ্যাসোসিয়েশন।

তারা জানিয়েছে, ‘আমরা দর্শকের কাছে নিগ্রহের শিকার ফুয়েরতেভেনতুরার সহকর্মীর প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং তাকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছি।’

আজকের বাজার/আরিফ