আসন্ন বিশ্বকাপে বিশ্বরেকর্ড করতে যাচ্ছে ম্যানসিটি। এবারের বিশ্ব মঞ্চে পারফরম করবেন ম্যানসিটির ১৭ খেলোয়াড়।এই প্রথম কোন ক্লাবের এতো খেলোয়াড় বিশ্বকাপে খেলতে যাচ্ছে।
এর আগে রেকর্ডটি ছিল আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের দখলে। ২০০৬ বিশ্বকাপে গানারদের ১৫ খেলোয়াড় অংশ নেন।
সিটির বিশ্বকাপ তারকা
ব্রাজিল-এডারসন, দানিলো, ফার্নান্দিনহো, গ্যাব্রিয়েল জেসুস
ইংল্যান্ড-ফাবিয়ান দেল্ফ, জন স্টোনস, কাইল ওয়াকার, রাহিম স্ট্রার্লিং
জার্মানি- ইলকেয় গুন্দোগান, লেরয় সানে
আর্জেন্টিনা-নিকোলাস ওতামেন্দি, সার্জিও আগুয়েরো
বেলজিয়াম-ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইনে
আরজেড/