রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্সে অংশ নিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। তিন শট কম খেলে প্রথম রাউন্ডের পর ২৫তম স্থান নিয়ে ১৬ জনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সিদ্দিকুর। ম্যানিলা সাউথউড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন তিনি।
অস্ট্রেলিয়ার স্কট বার ও যুক্তরাষ্ট্রের মিকাহ লরেন সিন পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন। উক্ত টুর্নামেন্টের প্রাইজমানি ১০ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।
আজকের বাজার: সালি / ১৩ নভেম্বর ২০১৭